কলাপাড়াকে জেলার দাবিতে সুধীজনদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি অধ্যক্ষ মুহিব ॥
রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়াকে জেলার
দাবীতে স্থানীয় সুধীজন, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যাবসায়ী, রাজনৈতিক
দলের সমন্বয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে কলাপাড়া
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তালায় ঢাকাস্থ কলাপাড়া সমিতির আয়োজনে এ
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪,
কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রানালয়
সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব
এমপি বলেন, আর কোনো দাবী নাই, কলাপাড়া জেলা চাই। এটা এ জনপদের মানুষের
দীর্ঘ দিনের দাবি। যৌক্তিকভাবে কলাপাড়াকে জেলায় রুপান্ত্রিত করা এখন
সময়ের দাবী মাত্র। কি নেই আমাদের কলাপাড়ায়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের
কোনো চাওয়া অপূর্ন রাখেন নি। আশা রাখি আমাদের এই যৌক্তিক দাবীও তিনি মেনে
নিবেন। কয়েক যুগধরে জেলা বাস্তবায়নের লক্ষে আমরা জোর দাবী জানাচ্ছি।
মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর
মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, কলাপাড়া
পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন, উপজেলা
আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান চুন্নু, বালিয়াতলী ইউপি
চেয়ারম্যান হুমায়ুন কবির, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক
মো: ফিরোজ শিকদার, প্রবীন সাংবাদিক মো: শামছুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের
সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাট প্রেসক্লাব সভাপতি নাসির
উদ্দিন বিপ্লব।
সভায় আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ
শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ডালবুগঞ্জ
ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার, যুগ্ন-সাধারন সম্পাদক
মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক
সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুরসালিন আহমেদ,
ঢাকাস্থ কলাপাড়া সমিতির সাধারন সম্পাদক এস এম মনিরুল ইসলামসহ কলাপাড়া
প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাবের গনমাধ্যম কর্মীরা।
এসময় বক্তারা সবাই দলমত ও ধর্ম-বর্ন নির্বেশেষে কলাপাড়াকে জেলার দাবীতে
একাত্মতা ঘোষনা করেন এবং সভায় আগামী ৯ মার্চ মঙ্গলবার সর্বস্তরের
জনসাধারনকে নিয়ে মানববন্ধনে অংশগ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।