কলাপাড়ায় উপজেলা বিএনপি অফিসে সন্ত্রাসী হামলা, ভাংচুর  ॥

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কলাপাড়ায় উপজেলা বিএনপি অফিসে হামলা করে
ভাংচুর চালায় দূর্বৃত্তরা। শনিবার ২৭ আগস্ট সন্ধ্যায় এ হামলার ঘটনা
ঘটেছে। এ হামলায় ছাত্রলীগকে সন্দেহ করছে পৌর বিএনপি। এমনটা জানিয়েছেন
জানিয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক।

এ হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা নেই বরং বিএনপি নিজেরা নিজেরা ভাংচুর করে
ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছে বলে জানান, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের
সাধারন সম্পাদক আশিক তালুকদার।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক বলেন, রবিবার ২৮ আগস্ট
আমাদের পূর্ব নির্ধারিত একটি দলীয় প্রোগ্রাম রয়েছে সেই উপলক্ষে আমরা
সন্ধ্যায় পার্টি অফিসে নেতাকর্মীরা আলোচনা শেষে অনেকে মাগরিব নামাজের
জন্য বের হয়েছিল তবে আমি ও উপজেলা বিএনপির আহ্বায়ক দুজন দলীয় অফিসে
অবস্থান করছিলাম। হঠাৎ ৩০-৪০ জনের একটি দল এসে অফিসের ভিতরে প্রবেশ করে
এবং চেয়ার, টেবিল ও ফ্যান ভাংচুর করে। হামলাকারীরা ছাত্রলীগের স্লোগান
দিয়েছে তাই অনুমান করছি তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মী।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম জানান, বিএনপি অফিসের
হামলা হয়েছে আমরা শুনেছি, কিন্তু আমাদের কাছে তাঁরা জানায়নি এবং কোনো
অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।




error: Content is protected !!