কলাপাড়ায় এক পযর্টককে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা॥

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় মো: কাওসার আলম (২৫) নামে এক পযর্টককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। শনিবার ঢাকা-কলাপাড়া গামী এম.ভি এডভেঞ্চার-১১ নামে যাত্রীবাহি একটি লঞ্চে এ ঘটনা ঘটে। সে বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের চিকিৎসাধীন। ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের মাষ্টার’র ছাত্র। সে চাঁদপুর জেলার তালতলী উপজেলার কচুয়া গ্রামের মো: আবুল হাশেম’র ছেলে। কাওসার আলমের ব্যবহৃত মোবাইল ফোনসহ কি পরিমান টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।

কাওসার আলমের বড় ভাই আবদুল হাই জানান, শুক্রবার রাতে সে চাঁদপুর থেকে কলাপাড়ার লঞ্চে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা করে। ঘটনা শুনে কলাপাড়ায় লোক পাঠিয়েছেন।

কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো: আসাদুর রহমান জানান, বিষয়টি কেউই তাদের জানায়নি, হাসপাতালে লোক পাঠানো হয়েছে।




error: Content is protected !!