কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব পালনকারী পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ২০২২ইং সালের এসএসসি
পরীক্ষায় দ্বায়িত্ব পালনকারী পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব আবদুর রহিম’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব মো: আনোয়ার হোসেন।
সিনিয়র শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাখিমাড়া
প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস,
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও ফরিদগঞ্জ
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সিমলাই প্রমুখ।
এসময় শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে খেপুপাড়া বালিকা
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন বলেন, প্রতিটি
শিক্ষার্থীকে আপনার সন্তান মনে করে দ্বায়িত্ব পালন করতে অনুরোধ জানান।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম
বলেন, শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরে কেন্দ্রে আসতে হবে। তিনি সতর্কতার
সাথে শিক্ষকদের দ্বায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।