কলাপাড়ায় ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শনে পাউবোর সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ॥

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ঘূর্নিঝড়
ইয়াসে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন
পাউবোর সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। সোমবার বিকেলে সৈকতের ভাঙন কবলিত
স্থান ও ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ঘুরে দেখেন তিনি।

ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে পানি
সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার সাংবাদিকদের বলেন,
বাংলাদেশে জিও টিউবে বাঁধ রক্ষার কাজ সফল হওয়ায় দেশের ৬ টি অঞ্চলে জিও
টিউবের মাধ্যমে বাঁধ রক্ষার কাজ শুরু হয়েছে। কুয়াকাটা সৈকতের ভাঙন
রক্ষায়ও বিশেষ একটি প্রকল্প প্রস্তুত হয়েছে। আগামি ডিসেম্বর মাসে
কুয়াকাটায় সিআইপি প্রকল্পের আওতায় বাঁধের উচ্চতা এবং প্রসস্ততার মাধ্যমে
জিও টিউব দিয়ে স্থায়ী বাঁধ নির্মানের কার্যক্রম শুরু হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী,
কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু
হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ছাড়াও
প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




error: Content is protected !!