কলাপাড়ায় জমি লিখে না দেওয়ায় শাশুড়ীকে বেদম মারধর করলো পাষন্ড জামাই ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় পাষন্ড জামাই ইসমাইল’কে জমি
লিখে না দেওযায শাশুড়ী সুফিযা বেগম (৮০)কে বেদম মারধর করে গুরুতর জখম
করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার শেষ বিকেলে পৌর শহরের বাদুরতলী এলাকার
একুশে সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে সুফিযা বেগম কলাপাড়া হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন। আহত সুফিযা বেগম পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে
সড়কের মৃত মোসলেম খানের স্ত্রী।এ ঘটনায় আহত সুফিযা বেগমের ছেলে সোহরাব
রবিবার ২৮ আগষ্ট কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল খাঁ শ্বশুরবাড়ীতে জোর করে ঘর
তুলে বসবাস করে আসছে। বিভিন্ন সময় ইসমাইলকে ঘর নিয়ে যাওয়ার জন্য বলা হলে
সে যাচ্ছিল না। ওই ঘরের জমি নিজের নামে লিখে দিতে শাশুড়ীকে বলে। এতে রাজি
না হওযায ঘটনা দিন ইসমাইল খাঁ ও তার ছেলে নাঈম এবং ফেরদৌস মিলে কিল,
ঘুসি, চর, থাপ্পর দিয়ে বৃদ্ধ সুফিযা বেগমকে গুরুতর আহত করে। এসময সুফিযা
বেগমকে বাঁচাতে এসে তার ছেলে সোহরাব (৩৪) ও ছেলের বউ শাহিদা (২০)কেও বেদম
মারধর করলে তারাও আহত হয়।
গুরুতর আহত সুফিযা বেগমের ছেলে সোহরাব এ প্রতিনিধিকে বলেন, ইসমাইল খাঁ
আমার বড় বোনের জামাই। সে কলাপাড়া থানার কথিত সোর্স পরিচয দিয়ে মাদক
ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। কয়েক মাস আগে ইযাবাসহ গ্রেপ্তার হয় জেলহাজতে
ছিল, জেল থেকে বেরিয়ে আরো বেপড়োযা হয়ে ওঠে। যার জন্য আমাদের বাড়ি থেকে
তাকে যেতে বলা হয়। কিন্তু বাড়ির জমি নিজের দাবি করে এবং নিজের নামে লিখে
দিতে বলে। এতে রাজি না হওয়ায় আমার মা, স্ত্রী ও আমাকে কিল, ঘুসি, চর,
থাপ্পর মেরে প্রচুর রক্তাক্ত করে।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান গনমাধ্যমকে জানান,
অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওযা হবে।