কলাপাড়ায় ডিলারশিপের চাল অবৈধ উপায়ে সরানোর প্রতিবাদ করায় ক্রেতার মাথা ফাটিয়ে দিলো ওএমএস ডিলার মামুন ॥

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কলাপাড়ায় ওএমএস ডিলারশিপের চাল ঘর থেকে
বস্তামুলে অন্যত্র সরিয়ে  ফেলার প্রতিবাদ করায় একজন দরিদ্রকে তালা দিয়ে
মাথা ফাটিয়ে দিলেন ওএমএস ডিলার মামুন হাওলাদার। মঙ্গলবার দুপুরে পৌর
শহরের মাদ্রাসা সড়কের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় সূত্র ও আহত সোহেল জানায়, মঙ্গলবার বেলা ১১টার
দিকে শহরের মাদ্রাসা সড়কের কালভার্ট এলাকায় খাদ্য অধিদপ্তরের ওএমএস ডিলার
মামুন হাওলাদার তার ডিলারশিপের ঘরের তালা খোলেন। এসময় সরকার প্রদত্ত
নির্ধারিত মূল্যে চাল কিনতে লাইনে দাঁড়ায় একাধিক হতদরিদ্র মানুষ। কিন্তু
ডিলার মামুন হাওলাদার লাইনে দাঁড়ানোর সংখ্যা বেশি দেখে তিনি তাৎক্ষণিক
ডিলারশিপ ঘরের অর্ধেক অংশ বন্ধ করে বাকি অংশ খোলা রাখেন। এরপর ঘর থেকে
তার বেতনভুক্ত কর্মচারী দিয়ে দুতিন বস্তা চাল অন্যত্র সরিয়ে ফেলে। এতে
লাইনে দাঁড়ানো মানুষ প্রতিবাদ করায় মামুন উত্তেজিত হয়ে লাইনের সম্মুখে
দাঁড়ানো দরিদ্র সোহেলকে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে শুরু করে। একপর্যায় তার
হাতে থাকা ভাড়ী তালা দিয়ে সোহেলের মাথায় আঘাত করে। এতে সোহেল মারাত্মক
রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে
চিকিৎসার জন্য কলাপাড়াা হাসপাতালে প্রেরণ করে।
কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগ সূত্র থেকে জানা যায়, আহত সোহেলের মাথায়
গুরুতর জখম থাকায়  তিনটি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার মাথার খুলির আঘাত
নির্ণয় তাকে এক্স-রে করার পরামর্শ দেয়া হছেছে। আগামী ২৪ ঘন্টা না যেতে
তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম  ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, ‘ ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো
হয়েছে।  এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
কলাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন
ও হাসপাতালে আহত, দরিদ্র ক্রেতার সাথে কথা বলে সবকিছু জেনে-শুনে বিধি
মোতাবেক ওএমএস ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।




error: Content is protected !!