কলাপাড়ায় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মাছ ধরার দায়ে ৩ ট্রলার ও ১০টি বেহুন্দী জালসহ ২৫ জেলে গ্রেফতার ॥

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়ায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ পিচ বেহুন্দী
জালসহ ২৫ জেলেকে গ্রেফতার করেছে নিজামপুর কোষ্টগার্ড। শুক্রবার সকালের
দিকে আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও ট্রলার জব্দ করা
হয়। অঅটককৃত এসব অবৈধ জালের বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে ৩ ট্রলার
মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত জাল নিজামপুর কোষ্টগার্ড
ষ্টেশনের পুড়িয়ে ফেলা হয় এবং নিষোধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরবেনা মর্মে
মুচলেখা রেখে জেলেদের ছেড়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা,
নিজামপু কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য ক্ষেত্র
সহকারী অফিসার মহসিনসহ কোষ্টগার্ডের সদস্যরা।




error: Content is protected !!