কলাপাড়ায় নিহত সাংবাদিক প্রদীপের আপন ভাইকে প্রধান আসামী করে স্ত্রী জিনিয়া আক্তারের মামলা দায়ের ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ (৩৮)
খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে প্রদীপের স্ত্রী মোসা: জিনিয়া
আক্তার বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। এতে নিহত
সাংবাদিকের আপন ভাই মো: ইলিয়াস হোসেন সোহাগকে প্রধান এবং আরো ৪/৫ জনকে
অজ্ঞাতনামা আসামী করা হয়। সাংবাদিক প্রদীপ বড়ভাই ইলিয়াস হোসেন সোহাগ
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম সাংবাদিকদের জানান,
খুনের ঘটনার প্রধান আসামীসহ সন্দেহভাজনদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রবিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের
নিজ বাড়ির পুকুর থেকে সাংবাদিক আবু জাফর প্রদীপ মরদেহ উদ্ধার করা হয়। তার
শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সোমবার বেলা ১১ টার
দিকে ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়। নিহত প্রদীপ
পেশায় দৈনিক গণকন্ঠ নামে একটি পত্রিকায় কলাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ
করতো। সে ওই গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে।