কলাপাড়ায় নীলগঞ্জের গরুর বাজার বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ॥

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

মুনতাসা কবির মিথিলা নুর,
কলাপাডা(পটুযাখালী)প্রতিনিধি ঃ
কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় গরুর বাজার বহাল রাখার দাবিতে
জেলাপ্রশাসকের নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলাদেশ কৃষকসমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা এ
গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানে বাংলাদেশ কৃষক
সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আট সদস্যের একটি প্রতিনিধি দল
জেলাপ্রশাসকের সংগে সাক্ষাৎ করেন।

এসময় আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি
কলাপাডা উপজেলা শাখার আহ্বায়ক জি এম মাহবুবুর রহমান, এছাড়াও অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকসমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি
কমরেড মোতালেব মোল্লা, কলাপাড়া উপজেলা শাখার যুগ্ন-আহবায়ক শিক্ষক আতাজুল
ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ন-আহবায়ক মো: মজিবুর রহমান। এছাড়াও
উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আ: রাজ্জাক সরদার, সাধারন সম্পাদক আ:
হামিদ, সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন বাচ্চু, কোষাধক্ষ ডা: মো: শাহ
আলম ।

জেলা প্রশাসকের সাথে আলোচনায় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, হঠাৎ এ
বাজার’টি বন্ধ ঘোষণা করায় ইউনিয়নের কৃষকরা হতাশাগ্রস্ত এবং উদ্বিগ্ন তাই
বাজার’টি বহাল রাখার জন্য জেলাপ্রশাসকের নিকট জোড় আবেদন জানান প্রতিনিধি
দলের সদস্যরা এবং জেলাপ্রশাসক তদন্ত সাপেক্ষে বাজার বহাল রাখার জন্য
প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন। বাজার বহাল রাখার জন্য
বাংলাদেশ কৃষকসমিতি সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। ইউনিয়নের সকলকে
ঐক্যবদ্ধ হয়ে বাজার বহাল রাখার দাবিতে সব কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য
জোড় আবেদন জানান বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা।

উল্লেখ্য, নীলগঞ্জ ইউনিযন একটি প্রাচীন জনপদ এবং কলাপাডায় কৃষিতে মডেল
ইউনিযন হিসেবে পরিচিত। এ ইউনিযনের কৃষিতে পণ্য ও গরু-ছাগল বিপণনে
সুখ্যাতি অর্জন করেছে পাখিমারা বাজার। এখানে প্রচুর লোক সমাগম ঘটে।
নীলগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে এ বাজারটি হওয়ায় ইউনিয়নের সমস্ত কৃষি
পণ্য এবং গরু-ছাগল বিপণনের একমাত্র মাধ্যম এটি। দীর্ঘ বছর এই বাজারে
গরু-ছাগল ক্রয় বিক্রয় হয়ে আসছে এবং বর্তমানে যে গরু-ছাগলের বাজারগুলো
রয়েছে তা এ বাজার থেকে ৬-৮ কিলোমিটার দুরত্বে অবস্থিত।




error: Content is protected !!