কলাপাড়ায় নৌকায় করে পানিবন্দী ও বানভাসি মানুষের দ্বারে দ্বারে ত্রান সহায়তা নিয়ে এমপি অধ্যক্ষ মহিব ॥
রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় ত্রান
সহায়তা নিয়ে পানিবন্দী ও বানভাসি মানুষের পাশে দ্বারে দ্বারে
কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর
রহমান মহিব। বৃহষ্পতিবার সকাল থেকে জোয়ারের প্রবল ¯্রােত উপেক্ষা করে ছোট
ডিঙ্গি নৌকায় করে চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের প্লাবিত হাজারো মানুষকে
খাদ্য সহায়তা দিলেন। এছাড়াও তিনি ভাঙ্গন কবলিত চম্পাপুর ইউপির দেবপুর
বেড়িবাধ পরিদর্শন করেন এবং পানিবন্দী দশায় থাকা মানুষের খোজ খবর নেন।
এসময় ধানখালী ইউপির নিশানবাড়িয়া সৈয়দ মো: ফজলুল করিম দাখিল মাদ্রাসা
প্রাঙ্গনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের হাতে খাদ্য
সহায়তা তুলে দেন। এছাড়া চম্পাপুর ইউপির দেবপুর বাধঘাট এবং বাংলা বাজারে ২
শত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল প্রভৃতি বিতরণ করেন। এসময় কলাপাড়া
উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, ধানখালী
ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি শাহাজাদা পাভেজ টিনু, চম্পাপুর ইউপি
চেয়ারম্যান রিন্টু তালুকদারসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও বিতরনের সময় সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান বলেন,
প্রাকৃতিক দুর্যোগের কারনে লালুয়া, চম্পাপরসহ চার পাচটা ইউনিয়নের বেশ
কিছু গ্রাম প্লাবিত হয়েছে। লালুয়াতে, ধানখালী ও চম্পাপুর ও দেবপুর
বেড়িবাধের ভাঙ্গা অংশ পদির্শন শেষে আমি এবং আমার স্ত্রী ছোট ডিঙ্গি নৌকায়
করে পানিবন্দি ও বানভাসি মানুষের দুর্ভোগের চিত্র ভাষায় প্রকাশ করার মত
নয়। যতটুকু পেরেছি দুর্যোগের মধ্যে আমার পরিবারের পক্ষ থেকে পানিবন্দী
মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে ছুটে এসেছি। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে
প্লাবিত এলাকার মানুষের যে প্রানের দাবী বেড়িবাধ নির্মান করা। আমি
সর্বোচ্চ চেষ্টা করবো যাতে দ্রুত সময়ের মধ্যে বেড়িবাধ সংস্কার কাজ শরু
হয়।