কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি
উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায়
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গভর্নেন্স ইনোভেশন ইউনিট(জি আই ইউ)
প্রধানমন্ত্রীর কার্যালয়’র আয়োজনে কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ
কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন’র ভার্চ্যুয়াল
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মশালার
আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী)
আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হকের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক
সার্বিক মো: হুমায়ুন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: আবদুল মোতালেব তালুকদার,
সহকারী কমিশনার(ভূমি) আবুবকর সিদ্দিক এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো: জসিম।
অতিরিক্ত জেলা প্রশাসক মো.হুমায়ুন কবির বিশেষ ১০টি উদ্যোগ পল্লী সঞ্চয়
ব্যাংক, আশ্রায়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর
ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ
সুরক্ষা, বিনিয়োগ বিকাশ এবং কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ সম্পর্কে
বিস্তারিত ধারণা প্রদান করেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী,
উপজাতি, প্রতিবন্ধী, শিক্ষক, সমাজকর্মী এবং এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে
১০টি বিষয়ের জন্য টিম গঠন করে একজন মডারেটর নির্বাচিত করে স্ব-স্ব বিষয়
সম্পর্কে আলোচনা, সম্ভাবনা, সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে দিক
নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।