কলাপাড়ায় বাউল সংঘের উদ্দ্যেগে ৩ দিনব্যাপী গণনাট্য উৎসব সম্পন্ন ॥

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
Exif_JPEG_420

রাসেল কবির মুরাদ ,পটুয়াখালীপ্রতিনিধি ঃ কলাপাড়ায় মহান ২১
ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
উপলক্ষে গণনাট্য উৎসব সম্পন্ন। রবিবার রাতে শেষে হয়েছে ৩ দিন ব্যাপী এ
গণনাট্য উৎসব। পৌরসভার তত্ত্ববাবধায়নে কলাপাড়া বাউল সংঘ শহীদ শেখ কামাল
অডিটরিয়ামে গণনাটকের আয়োজন করে। । স্বাস্থবিধি মেনে এ গণনাট্য উৎসব
উদযাপন হওয়ায় অংশ নেয়া প্রতিটি নাট্যগ্রুপকে ধন্যবাদ জানায় উপস্থিত
শ্রোতারা।
আয়োজন কারীদের সূত্রে জানা যায়, গণনাট্য উৎসবের ১ম দিন পরিবেশিত হয়
বিন্দু নাট্যকলার পরিচালনায় নাটক ‘পরশ মনি’। ২০ ফেব্রুয়ারি পরিবেশিত হয়
সৌখিন নাট্য গোষ্ঠীর পরিচালনায় নাটক ‘সচেতনতাই মুক্তি’। ২১ ফেব্রুয়ারি
রাতে কলাপাড়া বাউল সংঘের পরিচালনায় পরিবেশিত হয় সামাজিক সচেতনতামূলক নাটক
‘নেশা’।এ নাট্য উৎসবের উদ্বোধণ করেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব
অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি।
কলাপাড়া বাউল সংঘের সাধারণ সম্পাদক শামিম বেপারি বলেন, সমাজকে মাদকমুক্ত
করার ব্যত্তয় নিয়ে মাদকের কুফল তুলে ধরতেই তারা মঞ্চায়ন করে নাটক নেশা।
মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষার জন্য তাদের এ উদ্দ্যেগ।
সমাপনী অনুষ্ঠানে প্রধানঅতিথি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন,
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মঞ্চায়িত প্রতিটি
নাটকই ছিলো সমাজ সচেতনতামূলক। দীর্ঘবছর পর গণনাট্য উৎসব উদযাপন হওয়ায়
অডিটরিয়াম সব বয়ষের মানুষে পরিপূণ এবং ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর শেষ দিনে একটি ভাল নাটক উপহার দিবে বলে
তিনি আশা করেন।




error: Content is protected !!