কলাপাড়ায় বাপা’র উদ্দ্যেগে আন্তজার্তিক নদীকৃত্য দিবসে দখল-দূষনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ॥
রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় “ দখল ও
দূষনমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান ” – এই শ্লোগানকে সামনে
রেখে আন্তজার্তিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষে আন্ধারমানিক নদীর দুই তীর
রক্ষা, দখল-দূষনমুক্ত করে নদীকে বাচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। রবিবার বেলা ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখার
আয়োজনে আন্ধারমানিক নদীর তীরে স্থানীয় কলাপাড়া হেলিপ্যাড মাঠে এ
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাপা‘র কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মেজবাহ
উদ্দিন মাননু, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সংরক্ষিত নারী কাউন্সিলর
মনোয়ারা বেগম ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন।
কর্মসূচির শুরুতে বাংলাদেশের নদী আন্দোলনের অগ্রদূত সৈয়দ আবুল মকসুদ এর
স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন,
কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সিনিয়র সাংবাদিক শিহাব
পারভেজ মিঠু বিশ্বাস, অমল মুখার্জী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক
সভাপতি কবির তালুকদার, প্রভাষক শুভ্রা চক্রবর্তী কল্যানী, সমাজকর্মী
সালমা কবির, রিপোর্টার্স ইউনিটির সদস্য সাইফুল ইসলাম রয়েল, নাট্যকর্মী
আতিকুর রহমান মিরাজ প্রমুখ।
বক্তারা আন্ধারমানিক নদীর দুই তীরের সকল ইটভাটা দ্রুত অপসারনের দাবি
জানান। এছাড়াও দেশের সকল নদী দখলমুক্ত করতে সরকারের আশু হস্তক্ষেপ কামনা
করেন এবং পরিবেশ দূষনকারীদের শাস্তি দাবী করে আইনানুগ ব্যবস্খা গ্রহনের
দাবী জানান।