কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির ১টি বাজপাখি উদ্ধার করলো এনিমেল লাভারস ॥

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি
উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার বেলা
সাড়ে এগারোটায় মহিপুর থানাধীন কুয়াকাটা পৌর শহরের তুলতালীর বিল থেকে এ
বাজপাখিটি উদ্ধার করা হয়। বাজপাখিটির বাম পাশের পাখায় বেশ কিছুটা ক্ষত
রয়েছে।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম জানায়, বাজপাখিটি
খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করছিলো। এসময় বাজপাখিটি কিছু
আহত হলেও এটিকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি
বনে অবমুক্ত করা হবে।
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট
অফিসারকে পাঠানো হয়েছে। পরবর্তী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে
বলে জানান তিনি।