
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় বিষপানে সালমা (৩৫) বেগম নামে
এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে চাকামইয়া ইউনিয়নের
কুমড়াখালী শান্তিপুর গ্রামে গৃহবধূর শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে
উদ্ধার করে স্বামী এবং স্বজনরা কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত
ঘোষনা করেন। মৃত: গৃহবধূ ওই গ্রামের কৃষক আল-আমিন মুসুল্লির স্ত্রী।
স্থানীয় সূত্র ও মৃতের স্বামী জানান, চার মেয়ের মধ্যে বড় মেয়ের সঙ্গে তার
স্ত্রীর বাকবিতন্ডা হওয়ার জেরে বিষপান করেন তার স্ত্রী।
কলাপাড়া থানার (ওসি) তদন্ত মো. মোস্তাফিজুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার
করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা
গ্রহন করা হবে।