কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ এইচ,এস,সির ফলাফলে এবারও শীর্ষে, মহিপুরে আনন্দ মিছিল
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ এবারের এইচ,এস,সির ফলাফলে জেলায় শীর্ষ অবস্থানে থাকায় সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মহিপুরে এক আনন্দ র্যালী করেছে। র্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মহিপুর বাজার প্রদক্ষিণ করে। শেষে কলেজ মাঠে শিকার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ মো. কালিমউল্লাহ, জ্যেষ্ঠ প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক মো. নুরুল ইসলাম হাওলাদার, শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমূখ। কলাপাড়ায় ৬ টি কলেজের মধ্যে এবারের এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ পাশের হারে শীর্ষে রয়েছেন। এ কলেজ থেকে তিনটি বিভাগে মোট ১৭৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৭১ জন উর্ত্তীন হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী । পাশের হার শতকরা ৯৭.১৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে মোট ২৪০ জন পরীক্ষার্থী পরীক্ষ্য়া অংশগ্রহন করে উর্ত্তীন হয়েছেন ২০৪ জন। পাশের হার শতকরা ৮৫ জন। জি,পি,এ -৫ পেয়েছে ১৬ জন শিক্ষর্থী।
তৃতীয় অবস্থানে রয়েছে কুয়াকাটা খানাবাদ কলেজ । এ কলেজ থেকে মোট ৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ২৮৯ জন উর্ত্তীন হয়েছে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৮১.৭১ । জিপিএ-৫ পেয়েছে ৮ জন শিক্ষার্থী। চতুর্থ স্থানে রয়েছে, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে মোট ২৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২৩৬ জন উর্ত্তীন হয়েছে। এ কলেজের পাশের হার ৮০.৮২ । এ প্রতিষ্ঠান থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ধানখালী ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে ১৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ১৪৮ জন উর্ত্তীন হয়েছে । এ কলেজের পাশের হার শতকরা ৭৯ জন। এ প্রতিষ্ঠান থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ থেকে মোট ২৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উর্ত্তীণ হয়েছে ২২৭ জন। এ কলেজের পাশের হার শতকরা ৭৫ । এ প্রতিষ্ঠান থেকে মোট ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষকদের সূত্রে জানা গেছে।
এবিষয়ে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালিমউল্লাহ জানান, শিক্ষকদের নিয়মিত পাঠদান, সাপ্তাহিক পরীক্ষা, শিক্ষার্থীদের ক্লাশে উপস্থিতির বিষয়ে বিশেষ ভাবে নজর দেয়ায় এমন ফলাফল সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ফলাফলে কলাপাড়ায় শ্রেষ্ঠ মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজেটি এর আগেও বরিশাল শিক্ষা বোর্ডে একাধিকবার টপটেনে অবস্থান করার গৌরব অর্জন করেছে। তারমধ্যে ২০০৬ সালে দ্বিতীয়, ২০০৯ সালে নবম, ২০১০ সালে পঞ্চম এবং ২০১১ সালে নবম স্থান অধিকার করেছিল বলে কলেজ সূত্রে জানা গেছে।