কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ।।

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন,
প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
মৎস্য বন্দর আলীপুরে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস
পালন করা হয়েছে। শুক্রবার এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়
লতাচাপলী গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে লতাচাপলী ইউনিয়ন পরিষদ
চত্বরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতেই এক বর্নাঢ্য র‌্যালী
বের করা হয়। র‌্যালীটি মৎস্য বন্দর আলীপুরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ
করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি
করেন লতাচাপলী গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো: আ: রহিম।
প্রধান অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার উদ্দিন
মোল্লা। বিশেষ অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা:
সিদ্দিকুর রহমান বিশ্বাস, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র নির্বাহী
পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী
কমিটির সহ-সম্পাদক মো: মিজানুর রহমান, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর
প্রজেক্ট কো-অর্ডিনেটর আল্লামা ইকবাল, কারিতাস প্রয়াস প্রকল্প কলাপাড়ার
মাঠ কর্মকর্তা মো: জামাল হোসেন প্রমুখ। সভায় লতাচাপলী গোলাপ প্রতিবন্ধী
উন্নয়ন সংস্থার দুইশতাধীক নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।




error: Content is protected !!