কলাপাড়ায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির ২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির
সদস্যদের সাথে ২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের
পর খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে একসেলিরিটিং
এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায়, জাতিসংঘের
জনসংখ্যা তহবিল’র(ইউএনএফপিএ)সহযোগিতায়, কনসার্ন উইমেন ফর ফ্যামিলি
ডেভেলপমেন্ট’র(সিডব্লিউএফডি) আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু
হাসনাত মো: শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিক নির্দেশনা
মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোখলেছুর
রহমান এবং চাইল্ড ম্যারেজ বাংলাদেশ’র টেকনিক্যাল কর্মকর্তা নিতেশ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন কনসার্ণ উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট’র টেকনিক্যাল
কর্মকর্তা রোখসানা আক্তার।

লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো: সাইদুল ইসলাম জানান,
২ দিনের প্রশিক্ষণের অর্জিত জ্ঞান প্রয়োগ করে বিদ্যালয়ের যৌন হয়রানি এবং
বাল্যবিবাহসহ অনেক বিষয় প্রতিরোধ করা সম্ভব হবে।

উল্লেখ্য, শনিবার সকাল থেকে কলাপাড়ার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ জন
শিক্ষক এবং ১২ জন অভিভাবক মোট ৪০ জন প্রশিক্ষনার্থী নিয়ে, ২ দিন ব্যাপী
বাল্যবিবাহ রোধ এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে বিস্তরিত আলোচনা করা হয়।
দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রশিক্ষক ছিলেন কনসার্ন উইমেন ফর
ফ্যামিলি ডেভেলপমেন্ট’র টেকনিক্যাল কর্মকর্তা কাজী বশির আহমেদ এবং
রেকসোনা আক্তার।




error: Content is protected !!