কলাপাড়ায় রাখাইনদের দেবালয় সম্পত্তি উদ্বারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২১

রাসেল কবির মুরাদ পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় অবৈধ
দখলদারদের হাত থেকে মিশ্রিপাড়া ঐতিহাসিক সীমা বৌদ্ধ বিহারের নামে নিজস্ব
রেকর্ডীয় জমি উদ্বার ও ভুমিদস্যু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে
জরুরীভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে স্থানীয় সীমা মন্দিরের সামনে এ
মানববন্ধনে শতশত রাখাইন নারী-পুরুষ-শিশু অংশগ্রহন করে। এসময় বক্তব্য
রাখেন বিহারাধ্যক্ষ উত্তম ভিক্ষু, মন্দির পরিচালণা পর্ষদ সভাপতি মংলাচিন,
মন্দির মুখপ্রাপ্ত অং জো মিন প্রমুখ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ১৯১১ সালে মিশ্রি মাতুব্বর মিশ্রিপাড়ায়
১একর ৮৬ শতাংশ জমিতে রাখাইনদের ধর্মীয় অনুশীলনের জন্য সীমা বোৗদ্ধ
বিহারটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের আয়ের জন্য সম্মুখভাবে দোকান প্রতি
মাসিক ৫০ টাকা ভিটা ভাড়ায় জমি লিজ দেয়া হয়। বর্তমানে ওইসব দোকান মালিক
জমির দখল না ছেড়ে মন্দির কর্তৃপক্ষকে অব্যাহত হুমকি প্রদান করে আসছে এবং
বিভিন্ন প্রকার মিথ্যা/ভুয়া মামলায় জড়িয়ে নানাভাবে হয়রানি করছে বলে জানান
বক্তারা।




error: Content is protected !!