কলাপাড়ায় সদলবলে ঘুরছে ডাকাতদল, এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন ওসি ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় পায়রাবন্দর ও তাপবিদ্যুৎ
কেন্দ্রসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলছে। তাই উত্তরাঞ্চল ও দেশের
বিভিন্ন অঞ্চলের মানুষ এ কলাপাড়ায় কর্মরত রয়েছে। আর এ সুযোগকে কাজে
লাগিয়ে তৎপর হয়ে উঠেছে কিছুৃ দুস্কৃতিকারী ও ডাকাতদল। ইতিমধ্যে থানায়
একটি ডাকাতির মামলা হয়েছে। এছাড়া গত কয়েকদিনে গভীর রাতে বেশ কয়েকটি
বাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। তাই কলাপাড়ার সকল জনগনকে সতর্ক
থাকতে অনুরোধ জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:
জসিম। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় কলাপাড়া বড় জামে মসজিদে উপস্থিত
মুসুল্লীদের এ অনুরোধ জানান তিনি।
এসময় ওসি আরো বলেন, কলাপাড়ায় যারা বাসা ভাড়া দেন, তারা ভাড়াটিয়ার কাছ
থেকে জন্ম সনদ সংগ্রহ করে থানায় জমা দিবেন। আমাদের কাছে তথ্য রয়েছে
অপরাধী চক্র ছদ্মবেশে বাসা ভাড়া নিয়ে এই এলাকায়ই বসবাস করছে। যদি জন্ম
সনদ দিতে কোন ভাড়াটিয়া অপরাগতা প্রকাশ করে গোপনে আমাদের জানাবেন। আমরা
তাদের জিজ্ঞাসাবাদ করবো। এছাড়া কাউকে অপরিচিত মনে হলে সঙ্গে সঙ্গে আমাদের
অবহিত করবেন। আমরা যাছাই বাছাই করবো। তিনি আরো বলেন, পুলিশ ঘরে বসে নেই।
এ অপরাধী চক্র ধরতে আমরা তৎপর রয়েছি। দয়া করে আমাদের সহযোগিতা করুন।
উল্লেখ্য, গত জুন মাসে কলাপাড়ায় লালুয়া ইনিয়নের একটি বাড়িতে এবং নীলগঞ্জ
ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়াও মহিপুরের বেশ কয়েকটি
বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।