কলাপাড়ায় সাগরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও ট্রলার মাঝিদের সাথে আলোচনা সভা ॥

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় সাগরের
জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও ট্রলার মাঝিদের সাথে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৎস্য বন্দর আলীপুরস্থ ফিশিং ট্রলার মাঝি
সমবায় সমিতি লি: অফিস কক্ষে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ
ইকোফিস-২ এ আলোচনা সভার আয়োজন করে। এতে শতাধিক জেলে, মাঝি ও ট্রলার
মালিকরা অংশ গ্রহন করেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এ সহকারি গবেষক সাগরিকা
স্মৃতি, বক্তব্য রাখেন, লতাচপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার
উদ্দিন মোল্লা, কুয়াকাটা খানবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ
রাজ্জাক, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন
সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতি লি: এর সভাপতি
মো: মন্নান মাঝি, সাধারন সম্পাদক সিদ্দিক মাঝি, সাবেক সভাপতি মো: নূরু
মাঝি, জেলে শহিদুল প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের দেয়া সাগরে ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আমরা
মেনে সাগরে মাছ শিকার করছি। কিন্তু পাশ্ববর্তী দেশ ভারত আমাদের দেশের জল
সীমানায় ঢুকে মাছ শিকার করছে। এর প্রতিবাদও করেছি। কোনই লাভ হয়নি। এসময়
জেলেরা পাশ্ববর্তী দেশ ভারতের সাথে মিল রেখে অবরোধ দেয়া দাবি জানান।




error: Content is protected !!