কলাপাড়ায় স্থানীয় সরকার বিভাগ ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)র উদ্যোগে ৫দিন ব্যাপী হাতে-কলমে বিজ্ঞান শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন ॥

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ৫দিন ব্যাপী হাতে-কলমে বিজ্ঞান
শিক্ষার মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার
দুপুরের দিকে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাপনী
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, উপজেলা ইউডিএফ কর্মকর্তা মো:
মাইনুল ইসলাম, প্রশিক্ষক সাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আশরাফ উদ্দিন,
জসিম উদ্দিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষকবৃন্দ।

কলাপাড়া উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার
বিভাগ কতৃক হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষকদের ৫দিন ব্যাপী
প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় সরকার
বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র(জাইকা) সহায়তায় এবং
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
হয়।

লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা প্রশিক্ষণার্থী আতিক হোসাইন
এ প্রতিনিধিকে জানান, ৫দিনের হাতে কলমে বিজ্ঞান প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান
শ্রেণিকক্ষে প্রয়োগ করে শিক্ষার্থীদের ব্যাবহারিক কাজে উৎসাহিত করার
চেষ্টা করবো। আর তবেই আসবে প্রশিক্ষণের সফলতা।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোখলেছুর রহমান
সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে
চাইলে বিজ্ঞান শিক্ষার তুলনা নেই। তিনি আরও বলেন, গ্রাম অঞ্চলের
শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। একজন শিক্ষার্থী
বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করে কোনদিন বেকার থাকবেনা।




error: Content is protected !!