কলাপাড়ায় স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরণ করলো পিএইচডি ॥

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ

কলাপাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের পর উপজেলা পরিষদ মিলনায়তনে
পার্টনার ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)-এর উদ্যোগে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা সহকারী পরিচালক (সিপিপি) মো:আসাদুজ্জামান খান, ই এইচ ডি প্রকল্প,
পিএইচডি’র বিভাগীয় কর্মসূর্চী সন্বয়কারী মো: মোমেন খান, ইএইচডি প্রকল্প,আর এইস্টেপ’র কুয়ালিটি’র এসুরেন্স অফিসার ডা: সিরাজাম মুনিরা, কলাপাড়া
প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ইলিয়াস খান রানা, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবীরসহ ইএইচডি প্রকল্প, পিএইচডি’র সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গনমাধ্যমকর্মীবৃন্দ।




error: Content is protected !!