কলাপাড়ায় ১৪ ফেব্রুয়ারী সোমবার পৌর নিবাচন উপলক্ষে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমে ভোট গ্রহনের সকল সরঞ্জাম ॥

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ
৪র্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী সোমবার বিশ্ব ভালোবাসা দিবসের দিন অনুষ্ঠিত হচ্ছে কলাপাড়া পৌর
নিবাচন। রাত পোহালেই শুরু হবে ভোটযুদ্ধ। রবিবার দুপুর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সকল সরঞ্জাম।
সোমবার সকাল ৮ টা থেকে একটানা ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পযর্ন্ত। নিবার্চনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর
পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতি কেন্দ্রে ১ জন করে নিবার্হী ম্যাজিষ্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ২
প্লাটুন বিজিবি, ৬ টি মোবাইল টিম ও ৩ টি র্যাবের টিম মোতায়েন করা হয়েছে।কলাপাড়া উপজেলা নিবাচন অফিস সূত্র জানায়, পৌর শহরের প্রধান প্রধান সড়কের
বিভিন্ন জায়গায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবা টহল দিচ্ছে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান সহকারী রির্টানিং
কর্মকর্তা আবদুর রশিদ।উল্লেখ্য, ১৯৯৭ সালে কলাপাড়া পৌরসভা গঠিত হওয়ার পর এবার ৫ম বারের মতো
অনুষ্ঠিত হচ্ছে এ পৌরসভার নিবাচন।




error: Content is protected !!