কলাপাড়া পৌর নিবার্চনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার নিবার্চনী উঠান বৈঠক ॥

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

রাসেল কবির মুরাদ পটুয়াখালীপ্রতিনিধি
কলাপাড়ায় আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অনুষ্ঠিত পৌর নিবাচন উপলক্ষে মঙ্গরবার শেষ বিকালে ৯নং ওয়ার্ডের মধ্য বাদুরতলী কলনী সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে নৌকা মার্কার নিবার্চনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল বাবেক হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠকে
প্রধানঅতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌকা মার্কার মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র
বিপুল চন্দ্র হাওলাদার, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল আলম বাবুল, ফিরোজ শিকদারর্, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক লিটু। এছাড়াও অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিন যুবলীগের
সহ-সম্পাদক মাসুদুর রহমান, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার, স্থানীয়দের পক্ষে
বীর মুক্তিযোদ্ধা আশ্রাফ আলী, আবসারপ্রাপ্ত উপজেলা আনসার বিডিপি কমান্ডার আফজাল হোসন, আবদুল সালাম সরদার প্রমুখ।নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন,৯নং ওয়ার্ডই আমার জন্ম ভূমি। এ লাকা ছিল ধান ক্ষেত, কেথাও রাস্তা ছিলোনা।এখন এ ওয়ার্ডে পাকা সড়ক, ড্রেনেজ ব্যবস্থ হয়েছে। প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুতের আলো জ্বলছে। এসকল অবদান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। এ ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস নিমূল করতে সক্ষম হয়েছি। এখন মা-বোনেরা রাস্তায় নিবির চলা ফেরা করতে পারে। এ ওয়ার্ডের সন্তান হিসেবে তিনি বলেন,
আপনাদের কাছে ১৪ ফেব্রুয়ারি ১০০% ভোটের আশা করতে পারি। আমি নিবার্চিত হলে পৌরসভাকে আরো উন্নত ও মডেল পৌরসভায় রুপান্তিত করবো।এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠেনে নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




error: Content is protected !!