কলাপাড়া পৌর নিবার্চনে নৌকা মার্কা প্রার্থীর সন্ত্রাসীদের প্রচারে বাঁধা ও হুমকির অভিযোগে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর সাংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়া পৌর নিবার্চনের প্রচার কাজে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সন্ত্রাসী কর্তৃক প্রচার কাজে বাঁধা প্রদান ও হুমকির প্রদানের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে আওয়ামী লীগের বিদ্রোহী/স্বতন্ত্র প্রার্থী
দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী। শুক্রবার রাত ৯টার দিকে পৌরশহরের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত বুধবার থেকে নৌকা মার্কার
প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বিপুল সংখ্যক সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসেছে। প্রতিদিনই তারা শহরে মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছে। এতে ভোটারদের মাঝে শঙ্কা বিরাজ করছে। শুক্রবার বিকাল থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডে
বিদ্রোহী প্রার্থীর স্ত্রী হাছিনা আক্তার আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রচার কাজে গেলে সন্ত্রাসী রাকিবুল ইসলামসহ অন্যান্যরা গালমন্দ এবং হাত-পা কেটে পঙ্গু করে ফেলার হুমকি প্রদান করে। লিফলেট ও স্টিকার
ছিনিয়ে রাস্তায় ফেলে দেয়, এসময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এরফলে তিনি ও তার পরিবারের সকল সদস্য ও কর্মী- সমর্থকদের নিয়ে নানা শঙ্কা ও উৎকন্ঠায় রয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন। নিবাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নৌকা প্রতীকের প্রার্থীর নিবার্চনী আচরন বিধি
লঙ্ঘনের প্রতিকার এবং সন্ত্রাসী কাযর্ক্রম নিরসনে প্রয়োজনীয় আইনী ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহনের দাবি তোলেন এই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।এব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সাথে যোগাযোগ
করা অভিযোগ ভিত্তিহীন ও নিবার্চনী পরিবেশ নস্ট করার অপচেষ্টা ও কৌশল বলে আখ্যায়িত করেছেন।




error: Content is protected !!