কাউখালীতে আউশ প্রনোদনা পেলেন ১৩৫০ কৃষক

প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালী উপজেলায় উফশি আউশের চাষাবাদ বৃদ্বির লক্ষে ১৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। গতকাল ম্ঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসার আলী আজম শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্ববোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, এ সময়ে অনান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনি আমিন , উপজেলা চেয়ারম্যান আবু সাইদ প্রমুখ। প্রনোদনা অংশ হিসাবে ৫ কেজি বীজ ,১০ কেজি ডিএম পি সার ,৫ কেজি এম ও পি সার বিতরন করা হয়েছে । এই সার বীজ একজন কৃষক ১ বিঘা জমিতে আউশ আবাদ করেতে পারবে বলে জানিয়েছেন ।




error: Content is protected !!