কাউখালীতে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস কর্মসূচীর উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর ২০২০ এর কর্মসূচীর উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় এ কর্মসূচীর উদ্বোধন করেন কাউখালী উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা, চিরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সিও এস এম সেলিম, এলজিইডির সার্ভেয়ার মোঃ সোহাগ হোসেন, কার্যসহায়ক মফিজ উদ্দীন, সাংবাদিক মীর জিয়াদুল হক, সানমুন রেজা প্রমুখ।