কাউখালীতে ভিক্ষুক বিভা রানীর সরকারি ঘর পেয়েও নির্মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীর সহয় সম্ভলহীন স্বামী হারা ভিক্ষুক
বিভা রানী সরকারিভাবে একটি ঘরের তালিকাভুক্ত হয়। জানা গেছে, ২০১৮-১৯
অর্থবছরে সরকারিভাবে একলক্ষ টাকা ব্যয় সরকারিভাবে অসহায়দের ঘর নির্মানের
বরাদ্দ করা হয়। এতে উপজেলার আমরাজুড়ী গ্রামের কালিপদ মালির স্ত্রী বিভা রানী
মালি দীর্ঘদিন ধরে হাটে বাজারে ভিক্ষাভিত্তি করে জীবীকা নির্বাহ করার ফলে
কোনো বাড়ি ঘর না থাকায় উপজেলা প্রসাশন তার নামে একটি ঘর বরাদ্দ করেন।
সেই মোতাবেক সিমেন্ট ইট, বালি, কাঠসহ উপকরন ঠিকাদার বাড়িতে নিয়ে
রাখেন। এরপর আর ঘর তো দুরের কথা নির্মান উপকরন নষ্ট হয়ে যায়। সিমেন্টগুলো
পাথরে পরিনত হয়, ইট দিয়ে আর কাজ করার উপযোগী নয় বলে দাবী করেন ভিক্ষুক
বিভা রানী। বুধবার ০৬ এপ্রিল সরজমিনে গিয়ে দেখা যায় ঘর না থাকায় চরম
দূর্ভোগের মধ্যে রাতদিন রোদবৃষ্টি উপক্ষো করে খরের ঘরে বাস করে বিভা রানী। এতে
ঘর নির্মানে সব উপকরন ২বছর পূর্বে কাউখালীর এক ব্যবসায়ী বাড়িতে এনে
রেখে আর তার কোনো খোজ খবর পাওয়া যায়নি। অসহায় বিভা রানী ক্ষোভ প্রকাশ
করে বলেন, মৃত্যুর পূর্বে এ ঘর নির্মান কিংবা ঘরে থেকে যেতে পারবেন কিনা
একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
জিএম সাইফুল ইসলাম কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি ব্যস্ত
আছি পরে কথা বলতে হবে।




error: Content is protected !!