
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখাতে মাদক সেবনকারীকে পুলিশ গ্রেফতার করেছে। জানাযায় উপজেলার চিরাপাড়া গ্রামের মানিক শীলের ছেলে অনিক রায় তুর্জ্জ (২২) কে গত সোমবার সন্ধ্যায় মাদস সেবন অবস্থায় উপজেলার বটতলা নামক স্থান থেকে গ্রেফতার করেন পুলিশ। তাকে গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেন। তার নামে কাউখালী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।