কাউখালীতে মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বানিজ্যর অভিযোগ- ফেসবুকে অডিও ভাইরাল
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ঃ কাউখালীতে নিয়োগ বানিজ্যর অভিযোগ ও ফেজবুকে অডিও ভাইরাল হয়েছে। জানাগেছে, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগ পরীক্ষা গত ২৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিদিষ্ট কারন বসত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিদের্শে বন্ধ করা হয়েছে। একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাব্বির হোসেন উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি অভিযোগ পত্র দায়ের করেন। অভিযোগ সূত্রে পাওয়া গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুস্তম আলী খান যোগসাজে আবেদনকারী প্রার্থীদের কাছে থেকে অবৈধ লেনদেনের মাধ্যমে যাচাইবাছাই করে রাখা হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এতে অযোগ্য লোক নিয়োগ দেওয়া হবে যাহাতে প্রতিষ্ঠানের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে । লেনদেনের বিষয়ে ডলি আক্তার নামের এক প্রার্থীর বাবা মোঃ হারুন ও ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদারের একটি অভিও ফাঁস হয়েছে যাহা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অডিও মিথ্যা আমার ভয়েস এডিটিং করে একটি কুচক্রী মহল আমার সম্মান নষ্ট করার পায়তারা করে আসছে। ঐ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী জানান, আমাদের এখানে কোনো লেনদেন হয়নি, তবে একটি অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শনিবার নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষা স্থগীত করেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান বলেন, একটি অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।