কাউখালীতে সরকারি প্রণোদনার দাবীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

পিরোজপুর প্রতিনিধিঃ করোনা ভাইরারস কোভিড-১৯ এর প্রতিরোধে কোমলমতি শিক্ষার্থীদের করোনা ঝুঁকি এড়াতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী ভাবে বন্ধ রয়েছে। যার ফলে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন কিন্ডার গার্টেনের শিক্ষক-কর্মচারীগন। তাই কাউখালীর কিন্ডারগার্টেনর শিক্ষক কর্মচারীগন সরকারি প্রণোদনার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৩ জুলাই) সকালে এবিসি স্কুলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবিসি স্কুলের পরিচালক সুজন আইচ। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকগন কোমলমতি শিক্ষার্থীদের সু-শিক্ষায় তৈরি করার কারিগর হিসাবে নিবেদিত রয়েছেন। করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষক কর্মচরীগন বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষকগন না পারছেন অন্য কোন পেশার কাজ করতে বা কারো কাছে সাহায্য চাইতে পারছি না। তাই পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আকুল দাবী বে-সরকারী কিন্ডার গার্টেনের সকল শিক্ষক ও কর্মচারীদের সরকারি প্রণোদনা প্রদান করে শিক্ষকদের চলমান অর্থ সংকট থেকে রক্ষা করে স্বাভাবিক জীবন যাপনের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন।

পিরোজপুর জেলা কিন্ডরগার্টেন এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং সোহগদল সবুজকুঁড়ি শিক্ষালয়ের অধ্যক্ষ জনাব মোঃ জাকির হোসেন বলেন, পিরোজপুর জেলার সকল কিন্ডার গার্টেনের দেড় হাজার শিক্ষক কর্মচারী কর্মহীন থাকায় তাদের আর্থিক দৈন্যতায় কারনে মানবেতর জীবনযাপন করছেন। তাই তাদের সরকারি প্রণোদনা একান্তই প্রয়োজন।




error: Content is protected !!