কাকাইলছেওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

নিজস্ব প্রতিনিধি- কাকাইলছেওয়ে এলাকার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন, আজমিরীগঞ্জ – বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। প্রথম পর্যায়ে কাকাইলছেও ইউনিয়নে ১০ ঘর নির্মাণ করা হবে।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সৌলরী
মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মান” আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে আজ সোমবার দুপুর অনুমানিক সাড়ে ১২ টায় কাজের উদ্বোধন করেন জনাব আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য।
” আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান। উক্ত অনুষ্টানে, সহকারী কমিশনার (ভূমি), ভারপ্রাপ্ত কর্মকর্তা,আজমিরীগঞ্জ থানা , কাকাইলছেও ইউ,পি চেয়ারম্যান, সভাপতি ও সেক্রেটারী, বাংলাদেশ আওয়ামী লীগ, আজমিরীগঞ্জ উপজেলা শাখা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পুরুষ ও মহিলা ইউ,পি সদস্য, প্রেসক্লাবের সভাপতি সহ গণমাধ্যম কর্মীগণ, এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী গৃহনির্মাণের ১ম পর্যায়ে কাকাইলছেও ইউনিয়নে মোট ১০ টিসহ আজমিরীগঞ্জ উপজেলায় ২৯ টি ঘর নির্মাণ করা হচ্ছে ।




error: Content is protected !!