কালিয়ায় মূলশ্রী ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতারণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ১২, ২০২১

মো: বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে তৃতীয় বারের মতো ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। “মুলশ্রী ফাউন্ডেশন” এর উদ্যোগে বুধবার (১২ মে) সন্ধা ৭ টার দিকে মুলশ্রী ফাউন্ডেশন এর সদস্যরা মুলশ্রী গ্রামের বাড়ীতে রাড়ীতে গিয়ে ১৭০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করে। ঈদ সামগ্রী হিসেবে প্রতিজনকে এক প্যাকেট সেমাই, ২৫০ গ্রাম গুঁড়ো দুধ, ১টি সাবান, ১ কেজি পোলাও চাউল, ১ কেজি চিনি, পরিবারে সকল সদস্যদের মাক্স দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলো মূলশ্রী ফাউন্ডেশনের সভাপতি সিকদার জাকির হোসেন, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মল্লিক মাহামুদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক গোলাম কবির (তপন), প্রচার সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক আলামিন সরদার, পহরডাঙ্গা উপি: সদস্য শাহাবুদ্দিন সিকদার সহ অন্যান্য সদস্যরা।




error: Content is protected !!