শাহ আলম কালীগন্জ,ঝিনাইদহ: ঝিনাইদহের
কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে জমি নিয়ে বিরোধে হুমায়ুন কবির সোহাগ নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হুমায়ুন কবির সোহাগের বাবা মো. আকরাম হোসেন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে উপজেলার ফয়লা গ্রামের মো. আয়ুব হোসেনের ছেলে রফিকুল ইসলামের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। জোরপূর্বক আমার জমি দখল করে নেওয়ার চেষ্টা করে। কিছুদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমার জমি থেকে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যায়। আমি কিছু বলতে গেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয়।
তিনি বলেন, শুক্রবার (৩ জুন) সকালে রফিকুল ইসলাম আমার জমিতে অবৈধভাবে ইট ফেলছিল। এ সময় আমার ছেলে হুমায়ুন কবির সোহাগ নিষেধ করলে রফিকুলের হাতে থাকা দা দিয়ে কোপ দেয়। তাতে আমার ছেলের হাতের পিঠে লেগে রক্তাক্ত জখম হয়। তখন আমার ছেলের পকেটে থাকা ৫০ হাজার টাকা ও একটি স্যামসাং ফোন নিয়ে নেয় রফিকুল।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।