কালু খালিতে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালি উপজেলার বড়-কলকলিয়া বাজারে সংলগ্ন হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা চালাচ্ছে জামাল মন্ডল ও মিঠুন হোসেন (মিঠু) বাহিনী। দেশ ত্যাগের ও হুমকি দিচ্ছে রাতের আঁধারে।

বড়- কলকলিয়া মৃত বিমল চন্দ্র ঘোষ এর চার ছেলে বিপুল চন্দ্র ঘোষ, বিধান চন্দ্র ঘোষ, অসিত চন্দ্র ঘোষ ও মোহন চন্দ্র ঘোষ কে বিভিন্ন ভাবে হয়রানি সহ মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে জামাল, মিঠু বাহিনীর বিরুদ্ধে।
ঘটনা সূত্রে জানা যায়, বিধান চন্দ্র ঘোষ গং এর শরীকানা সম্পত্তির থেকে ২০১১ সালে কাসাদাহ গ্রামের মৃত কেসমত আলী মল্লিকের ছেলে রঞ্জু মল্লিক ও মঞ্জু মল্লিক ৮১৭ নং দাগের ৪ শতাংশ জমি ক্রয় করে। ওই দাগের মোট ৮৩ শতাংশ জমির মধ্যে ৫৭ শতাংশ জমি বিধান চন্দ্র ঘোষ গং এর। বিধান চন্দ্র ঘোষ এর কাকা ওই জমি বিক্রয়ের সময় স্থান উল্লেখ করে বিক্রি করে, যেটা দলিলে স্পষ্ট রয়েছে। রঞ্জু ও মঞ্জু জমি ক্রয়ের কিছু দিন পরে রাস্তার সামনের অংশ দাবি করে দখলের চেষ্টা চালায়। বিধান গং বাধা দিলে রঞ্জু মঞ্জু বাহিনী তাদের বাড়ির নারী পুরুষ দের বেধড়ক মারপিট করে। সে সময় অনেকেই আহত হয়৷
ঘটনা ক্রমে রঞ্জু, মঞ্জুর কাছ থেকে প্রভাবশালী জালাল ও মিঠু জমি ক্রয় করে। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করার চেষ্টা চালায়।
বাধ্য হয়ে বিধান চন্দ্র ঘোষ গং ওই দাগের সম্পত্তির উপর ১৪৪ ধারা জারি করে। যাতে করে অন্য কেউ ওই সম্পত্তি জবর দখল না করতে পারে।
বিধান চন্দ্র ঘোষ গং ১৪৪ ধারা জারি কৃত জমির পাশের ৮২৬ নং দাগের সম্পত্তির উপর ঘর করতে গেলে জালাল, মিঠু বাহিনী সংখ্যালঘু বিধান গং এর উপর হামলা চালায়। জালাল, মিঠু বাহিনী হুমকি চালায় ১৪৪ ধারা তুলে নিয়ে তাদের ঘর করতে না দিলে এই দেশে থাকতে পারবে না বিধান গং।
এখানেই শেষ নয়, বিধান গং কে আর কোন ঘর করতে দেওয়া হবে না রাস্তার সাথের অংশে। এজন্য বিধান গং এর নির্মাধীন ঘরের দেওয়ালের ইট খুলে ফেলে জালাল ও মিঠু বাহিনী।
নাম প্রকাশ না করা সত্তে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, জালাল ও মিঠু নিজেদের গায়ের জোর খাটিয়ে হিন্দুদের সম্পত্তি জবর দখল করার চেষ্টা চালাচ্ছে। এটা ঠিক না। এই জমি যদি আমাদের হতো তাহলে এত তাফালিং করা আসতো না। হিন্দু মানুষ পায়ে জোর দেহাচ্ছে৷
বিধান চন্দ্র ঘোষ এর সাথে কথা হলে বলেন, আমার বাপের জমি। অথচ সেই জমি জবর দখল করে নিতে চাচ্ছে জালাল ও মিঠু। এই জমি একবার রঞ্জু মঞ্জু দখল করতে পারে নাই অন্যায় ভাবে। আমাদের জীবন থাকতে বাপ দাদার জমি দখল করতে দিবো না। এখন অন্য একটা জমিতে ঘর করতে গেছি সেটাও করতে দিচ্ছে না জালাল ও মিঠু বাহিনী। এখন আমরা কই যাবো।
এ বিষয়ে মিঠুন হোসেন (মিঠু) এর সাথে কথা হলে তিনি বলেন, জমি কিনছি আমরা। দখল তো করবোই। তবে ওরা (বিধান গং) জমির উপর ১৪৪ ধারা জারি করে ঘর করবে তা তো হতে দেবো না।
ঘটনা স্থল পরিদর্শনে আসা কালুখালি থানার এস আই মোঃ শাহিদুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধ। দুই পক্ষের মধ্যে কোর্টে মামলা হয়েছে। তাদের কোন প্রকার সংঘাত করতে নিষেধ করা হয়েছে।



error: Content is protected !!