কিশোরগঞ্জের করিমগঞ্জের ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

রুহুল আমিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে কিশোরগঞ্জ-চামড়া আঞ্চলিক সড়কের পাশে উপজেলার কিরাটন বিলপাড়া এলাকায় ধানক্ষেতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, বিলপাড়া এলাকায় একটি পুকুরের পাশে ধানক্ষেতে কাঁদামাটি জলে ওই মরদেহটি পড়ে থাকতে দেখে তাদের খবর দেন এলাকাবাসী।খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।গলায় গামছা প্যাঁচিয়ে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, তার পরিচয় নিশ্চিত হতে বিবরণসহ আশপাশের থানা গুলোতে বার্তা পাঠানো হয়েছে।

তিনি আরো জানান মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




error: Content is protected !!