কিশোরগঞ্জের করিমগঞ্জে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টহলদল ৬ কেজি গাঁজাসহ মাজহারুল ইসলাম (১৭) নামের এক গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম উপজেলার গাংগাইল এলাকার গুনু মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া চারটার দিকে র‌্যাবের একটি টহল গাড়ি গাংগাইল নতুন মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর যাওয়া মাত্র রাস্তার পাশে দাঁড়ানো দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এসময় র‌্যাব ধাওয়া করলে দুই জনের মধ্যে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা বস্তার ভিতর হতে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় মাজহারুল ইসলাম এবং পলাতক আসামী জিনু মিয়া (৩২) পরস্পর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-১৪, সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (উপ-পরিচালক) লে.কমান্ডার এম শোভন খান।




error: Content is protected !!