কিশোরগঞ্জের কুলিয়ারচরের ১৮ জন পুলিশ সদস্যের প্লাজমা দান

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে কুলিয়ারচর থানার করোনা বিজয়ী ২৫ জন পুলিশ সদস্যের মধ্যে ১৮ জন পুলিশ সদস্য প্লাজমা দান করেছে।

সোমবার (২৭ জুলাই) কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে করোনা বিজয়ী ২৩ জন পুলিশ সদস্য প্লাজমা দান করতে যান। এদের মধ্যে ১৮ জন করোনা বিজয়ী প্লাজমা দান করতে পারলে ও বিভিন্ন সমস্যা থাকার কারনে ৫ জন করোনা বিজয়ীর প্লাজমা নিতে পারেনি হসপিটাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর পরামর্শ ও নির্দেশনায় উদ্ভুদ্ধ হয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ থানার ২৫ জন করোনা বিজয়ীদের মধ্য থেকে ২৩ জন পুলিশ সদস্যকে প্লাজমা দানে ঢাকা কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে পাঠান। বাকী থাকা দুইজন করোনা বিজয়ী পুলিশ সদস্যের মধ্যে একজন বিবাহিত নারী ও একজন অসুস্থ থাকায় প্লাজমা দান করতে তাদের পাঠাতে পারেনি।

করোনা বিজয়ী পুলিশ সদস্যগন হলেন কুলিয়ারচর থানার কর্তব্যরত এসআই মো. আবুল কালাম আজাদ, এসআই তাজমুল করিম, এসআই মো. নয়ন মিয়া, এসআই মো. আলমগীর হোসেন, এসআই এমদাদুল ইসলাম, এএসআই জুয়েল মিয়া, এএসআই আব্দুর রহমান, এএসআই মো. মতিয়ার রহমান, এএসআই মো. কামরুল ইসলাম, নারী কনস্টেবল মোছা. তানিয়া আক্তার, পুরুষ কনস্টেবল অহিদুজ্জামান, নূরুজ্জামান, সোহাগ মিয়া, মোহাম্মদ আলী, রবিন মিয়া, জালাল উদ্দিন, আমিনুল ইসলাম, একরামুল করিম, আব্দুল হাকিম, তোফাজ্জল হোসেন, মোতাহার, নাজমুল ইসলাম, বাবুল মিয়া, সাইফুল ইসলাম ও আব্দুস সালাম।




error: Content is protected !!