কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপদে বহাল

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে বরখাস্ত ও উপজেলা চেয়ারম্যানের পদ শুণ্য ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করে স্বপদে বহাল করেছে উচ্চ আদালত।

উল্লেখ যে, “কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে তার স্বীয় পদ হতে বরখাস্ত করে পাকুন্দুিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শুণ্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগের গত ৬/৮/২০২০ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনের কার্যকারীতা স্থগিতাদেশ চেয়ে রফিকুল ইসলাম রেনু মহামান্য হাইকোর্ট বিভাগ১০৫৮৯. /২০২০ নং রীট পিটিশন দাখিল করেন। মহামান্য হাই কোর্টের বিচারপতি উবায়দুল হাসান ও বিচারপতি এ.কে.এম.জহিরুল হক গত ১৭/৮/২০২০ খ্রি. রিটের শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনের কার্যকারীতা রিট নিষ্পতি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করে আদেশ দেন।

উল্লেখ্য, প্রায় ২০ বছর পূর্বের এক স্থানীয় মুক্তিযোদ্ধকে হত্যা মামলার আসামি হওয়ায় গত ৫ জুলাই রফিকুল ইসলাম রেনু কে উপজেলার চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রনালয় প্রঞ্জাপন জারি করেন পরবর্তিতে রফিকুল ইসলাম রেনুর রিট পিটিশন করেন মহামান্য হাইকোর্ট বিভাগে উক্ত পিটিশন শুনানী শেষে এই সাময়িক বহিষ্কারের আদেশ হাইকোর্ট বিভাগ স্থগিত করেন । কিছু দিন পর আবারও উপজেলার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানদের অনাস্তা প্রস্তাবের কারনে পরবর্তিতে স্থায়ীভাবে বহিস্কার ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শুণ্য ঘোষনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে মো.রফিকুল ইসলাম রেনু চেয়ারম্যান নির্বাচিত হয়। মো.রফিকুল ইসলাম রেনু বলেন, আমি পাকুন্দিয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমাকে অন্যায় ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে আমি মহামান্য হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেছি রিটের শুনানি শেষে মহামান্য হাই কোর্টের বিচারক স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনের কার্য্যকারিতা স্থগিতাদেশ দেন। আমি মহামান্য হাই কোর্টের আদেশের কপি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে সংশিষ্ট শাখায় জমা দিয়েছি।আমাকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে আমি এই অন্যায়ের বিচার আমার নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের কাছে ও পাকুন্দিয়া উপজেলার সকল জনগনের কাছে নিবেদন করলাম।




error: Content is protected !!