কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের চাকায় আগুনের ফুলকি ॥ ১ ঘন্টা বিলম্ভ যাত্রী সহ ট্রেনের

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমাণ প্রতিনিধি

আজ ২০ জানুয়ারী বিকালে কিশোরগঞ্জের ভৈরবে যান্ত্রীক ত্রুটির কারণে নোয়াখালীগামী আন্তনগর উপকুল একস্সপ্রেস (ট্রেন নং ৭১২ ও ইঞ্জিন নং ২৯০১)। ট্রেন বিলম্ভ হয়। এ সময় ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। এক ঘন্টা পর ট্রেনের ত্রুটির কাজ সাড়িয়ে পুনরায় ট্রেনটি গন্বব্যের উদ্দ্যেশ্যে ভৈরব থেকে ছেড়ে যায়। ট্রেনের ত্রুটি সাড়াতে ট্রেনের চালকসহ ষ্টেশনের কর্মকর্তারা কর্মচারিগণ সহযোগিতা করেণ। ১ ঘন্টা চেষ্টার পর ৬ টা ২০ মিনিটে ট্রেন পুনরায় নোয়াখালীর উদ্দ্যেশ্যে ভৈরব থেকে ছেড়ে যায়ভৈরব ষ্টেশন সুত্র জানায়, উপকুল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ৩টা ২০ মিনিটে নেয়াখালীর উদ্দ্যেশ্যে ছেড়ে আসে। ৫টা ১৫ মিনিটে ভৈরব ষ্টেশনে যাত্রা বিরতি করে। ৫ মিনিট বিরতি দিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দ্যেশ্যে রওনা দেয়। ট্রেনটি ষ্টেশনের আউটার সিগন্যালের নিকট পৌছতেই ট্রেনের চাকায় আগুনের ফুলকি দেখা দেয়। চালক বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে পুনরায় ট্রেনটিকে ষ্টেশনের প্লাট ফরমে নিয়ে আসেন।ভৈরব ষ্টেশন মাষ্টার এ কে এম কামরুজ্জামান জানান, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর স্বাভাবিক ভাবেই ভৈরব ষ্টেশন পর্যন্ত পৌছে। ষ্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবার পর চাকায় আগুনের ফুলকি দেখা দেয়। পরে চালক ট্রেনটিকে ষ্টেশনৈর প্লাটফরমে নিয়ে আসার পর ত্রুটি সাড়িয়ে ৬.২০ মিনিটে পুনরায় গ্নব্যের উদ্দ্যেশ্যে ছেড়ে যায়।ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো ঃ ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন , ট্রেনটি ষ্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালের নিকট পৌছলে চাকায় আগুনের ফুলকি দেখা দেয়। পরে ট্রেনটিকে ষ্টেশনে এনে চাকার ত্রুটির কারণ বের করা হয়। ত্রুটি সাড়াতে ১ ঘন্টা বিলম্ভ হয়। ১ ঘন্টা পর ট্রেন আবারো নোয়াখালীর উদ্দ্যেশ্যে রওনা দেয়। যাত্রীদের নিরাপত্বা দিতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্বাবাহিনীসহ ষ্টেশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্ধ ও মিডিয়ার কর্মী উপস্থিত ছিলেন।




error: Content is protected !!