কিশোরগঞ্জে নরসুন্দা নদীর পাড়ে অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মোরাল উদ্বোধন

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামকে স্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মোরাল উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) বিকালে আখড়া বাজার ব্রীজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ে (সৈয়দ নজরুল ইসলাম চত্বর ও মুক্তমঞ্চে) জেলা পরিষদের উদ্যোগে নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলামের মোরালের উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের এমপি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. জাকিয়া নুর লিপি।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর কাদের, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ। এছাড়াও দলীয় নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মোরাল উদ্বোধন শেষে প্রধান অতিথি নরসুন্দা লেকসিটি পরিদর্শন করেন।




error: Content is protected !!