কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে নবায়নবিহীন ড্রাগ লাইলেন্স ব্যবহার, আনরেজিস্টার্ড ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং নকল ও অনুমোদনহীন মাস্ক ও স্যানিটাইজার বিক্রির অপরাধে তিনটি ফার্মেসীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এর নির্দেশনা মোতাবেক কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান সদর উপজেলার নীলগঞ্জ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ এবং প্রসিকিউটর হিসেবে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সহায়তা প্রদান করেন।

এ সময় নীলগঞ্জ বাজারের দিনা মেডিকেল হল কে নবায়নবিহীন ড্রাগ লাইলেন্স ব্যবহার, আনরেজিস্টার্ড ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও নকল মাস্ক বিক্রির অপরাধে ড্রাগ এক্ট ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘন করায় একই আইনের ২৭ ধারায় বর্ণিত শাস্তির আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং নকল ঔষধ ও মাস্ক বাজেয়াপ্ত করা হয়।




error: Content is protected !!