কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য বিধি না মেনে যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী ও যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। ১৩ আগস্ট (বৃহস্পতিবার) দিন ব্যাপী একাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে।
জানা যায়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সদয় নির্দেশনা মোতাবেক দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল এবং শফিকুল ইসলাম। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একাধিক দল এবং বিআরটিএ। এ সময় শহরের বড়পুল ও গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন ও সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আাদায়ের অভিযোগে বিভিন্ন বাসের মালিক ও চালককে মোট ৭টি মামলায় ২৭,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর অপরাধে এবং মাস্ক ছাড়া গণপরিবহনে চলাচল করায় ৩টি মামলায় ৯০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও পরবর্তীতে কিশোরগঞ্জ শহরের কাচারি বাজার, পুরাণ থানা বাজারে চালের বাজার মনিটরিং করা হয় এবং অতিরিক্ত মূল্যে চাল বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
দিন ব্যাপী একাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সমগ্র কিশোরগঞ্জে মোট ১০১ টি মামলায় সর্বমোট ৫৯,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সমগ্র কিশোরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় মোট ৬৬ টি মামলায় বিভিন্নজনকে সর্বমোট ২১,১০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে কিশোরগঞ্জ জেলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে।