কিশোরগঞ্জে যুবকের গলার ভিতর জ্যান্ত কৈ মাছ, অস্ত্রোপাচারের মাধ্যমে উদ্ধার

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
করিমগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে আস্ত জ্যান্ত কৈ মাছ শফিক মিয়া (২৫) নামের এক যুবকের গলার ভিতর আটকে যায়। এমতাবস্থায় শফিক মিয়া কে স্থানীয়রা রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর প্রায় ঘন্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করে গলায় ঢুকে পড়া আস্ত জ্যান্ত কৈ মাছ কে বের করে আনেন চিকিৎসকরা।
গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার নেতৃত্বে একদল চিকিৎসক গলা কেটে আটকে থাকা কৈ মাছ বের করে আনেন। শফিক মিয়া করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দর্গাভিটা গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে। তিনি স্থানীয় একটি গরুর খামারে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিক গত মঙ্গলবার বাড়ির পাশে পাড়া বালিয়া এলাকার হুগলী বিলে মাছ শিকার করতে যান। এ সময় বৃষ্টির পানিতে ভেসে আসা একটি কৈ মাছ খালি হাতে ধরার পর আরেকটি কৈ মাছ তাঁর নজরে আসে। এমন সময় শফিক হাতের কৈ মাছটি মুখের ভেতর দাঁতের সাহায্যে কামড় দিয়ে আটকে রেখে অন্য মাছটি ধরতে যান। এ সময় অসতর্কতাবশত কামড় দিয়ে ধরে রাখা কৈ মাছটি ছুটে গলার ভেতরে ঢুকে যায়।
শফিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দ্রুত তাঁকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এই ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান জানান, বর্তমানে শফিকের অবস্থা সংকট মুক্ত হলেও তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। শফিকের গলায় ঘন্টাব্যাপী জটিল অস্ত্রোপচার হয়েছে। অবশেষে চিকিৎসকরা গলায় আটকে পড়া আস্ত কৈ মাছ টি বের করতে সক্ষম হয়।




error: Content is protected !!