কুলাউড়ায় জলাবদ্ধ জমিতে বারি লাউ চাষ।

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

মাসুদ আলম চয়ন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

কুলাউড়ায় জলাবদ্ধ পতিত জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি লাউ-৪ চাষ করে ভাগ্য বদল করেছেন উপজেলার হিংগাজিয়া এলাকার কৃষক মো. কুদ্দুছ মিয়া।তিনি বলেন গবেষণা বিভাগ,বারি,সিলেট এর পরামর্শে চলতি মৌসুমে জলাবদ্ধ পতিত জমিতে বারি লাউ-৪ চাষাবাদ করেন এবং প্রতি সপ্তাহে শতাধিক লাউ উত্তোলন করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। সঠিক প্রযুক্তি এবং পরামর্শ দ্রুত দোড়গোড়ায় পাওয়ার কারনে এরকম জমিতে তিনি চাষ করে সফল হন এবং বাম্পার ফলন পেয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে সরেজমিন গবেষণা বিভাগ,বারি, সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মাহমুদুল ইসলাম নজরুল বলেন,কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে পতিত জমির প্রতি ইঞ্চি জায়গা চাষাবাদের আওতায় নেয়ার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।আমরা সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে চাষাবাদের আধুনিক প্রযুক্তি সমূহ পৌঁছে দিচ্ছি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দেশের পতিত জমির সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি যেনো তারা দেশের দক্ষ জনশক্তিতে পরিনত হয়। সেই ধারাবাহিকতায় জলাবদ্ধ পতিত জমিতে বারি লাউ-৪ চাষাবাদ একটি সফল মাইলফলক।বারি লাউ-৪ অত্যান্ত সুস্বাদু, উচ্চ ফলনশীল এবং লাভজনক জাত।আগামীতে জলাবদ্ধ জমিতে এই প্রযুক্তিতে বারি লাউ-৪ চাষের প্রতি এলাকার কৃষকেরা অত্যান্ত আগ্রহ প্রকাশ করেছেন।




error: Content is protected !!