কুষ্টিয়ার ভেড়ামারায় প্রধান সড়কে চার লেনের উদ্বোধন হতে যাচ্ছে রবিবার।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ: নিজস্ব প্রতিনিধি:
সব কিছু ঠিক ঠাক থাকলে ভেড়ামারা শহরের প্রধান সড়ক তিন নং ব্রীজ থেকে হিসনা ব্রীজ পর্যন্ত ফোর লেন সড়ক ও মাঝে রোড ডিভাইডার, দুই পাশে প্রশস্ত ফুটপাথ ও সড়কবাতি সংযুক্ত করা হবে। এবং নিচ দিয়ে মাস্টার প্লান করে ড্রেনেজ ব্যবস্থা থাকবে।কাজটি রোববার থেকে শুরু হতে যাচ্ছে।এরই সাথে মাপঝোঁকের সার্ভেয়ার চলবে।পৌরবাসীর স্বপ্নের সারথি, ‘মেয়র আনোয়ারুল কবির টুটুল’ এবিষয়ে বলেন, বাস ষ্টান্ড থেকে থানা পর্যন্ত ৬০ফুট জায়গায় কোন স্থাপনা আপাতত ভাংগা পড়ছে না। বাস ষ্টান্ড থেকে হিসনা ব্রীজ পর্যন্ত কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের যে রাস্তার জায়গা রয়েছে আপাতত থানা পর্যন্ত কোন প্রতিবন্ধকতা নাই। ৫ফুট করে ১০ফুট ফুটপাথ থাকবে। বাকী ৫০ফুট অংশ রাস্তা হবে।
বাস ষ্টান্ড থেকে থানা পর্যন্ত কাজ ঈদের আগেই শুরু হবে ইনশাআল্লাহ। রোববার লাল ফ্লাগ টাঙ্গিয়ে উদ্বোধন করা হবে। এর পরে তিন নং ব্রীজ হতে বাস ষ্টান্ড ও থানার সামনে থেকে হিসনা ব্রীজ পর্যন্ত রাস্তার কাজ পর্যায়ক্রমে শেষ করা হবে। আর রাস্তাটি ওয়ানওয়ে হবে। রাস্তার সাথে থাকবে পার্কিং ব্যবস্থা। ফুটপাথের নিচ দিয়ে বড় ড্রেনেজ ব্যবস্থা থাকবে। আমাদের ছোট্ট শহরটাকে সুন্দর মনোরম পরিবেশ দিয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পৌর শহর হিসাবে গড়ে তোলা হবে। আমি আশা করি পৌরবাসী সাথে থাকবে