কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুরে আসামি গ্রেফতারের পর বাদী পক্ষের উপরে হামলা।

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ২০, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ঘাটপাড়া থেকে আসামি আনারুল আলীকে গ্রেফতার করে ভেড়ামারা থানা পুলিশ।

উল্লেখ্য,গত ২৩-০৩-২০২১তারিখে মোছাঃ যুথি খাতুন (৩০)বাদী হয়ে বিবাদী মোঃ আনারুল আলীর (৪২)নামে ধর্ষণ সহ অর্থ আত্মসাত এবং প্রাণনাশের হুমকি বিষয়ক একটি অভিযোগ পত্র ভেড়ামারা থানায় দায়ের করেন।

তারি ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর দুইটার দিকে ভেড়ামারা থানার এস আই মোঃ মিন্টু সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আসামী মোঃ আনারুল আলীকে নিজ বাসা (ধরমপুর ঘাট পাড়া)থেকে গ্রেফতার করে।

পুলিশ চলে যাবার পরে আসামি আনারুলের আত্মীয় স্বজন সহ তার পরিবারের লোক বাদী মোছাঃ যুথি খাতুন এবং তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।এসময় ১: মোঃ বাবলু মালিথা পিতা মোঃ আপে মালিথা।২:শরীফ আলী ,পিতা শাহাবুল আলী।৩: মোঃ মেহের আলী,পিতা মোঃ কেরু মন্ডল।৪: মোঃ পিয়ার মন্ডল,পিতা কেরু মন্ডল।সকলের সাং ধরমপুর ঘাট পাড়া, সম্মিলিত ভাবে দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে বাদী পক্ষের উপরে চড়াও হয় এবং হামলা করে।

পরিস্থিতি বেগতিক দেখে বাদী পক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে । পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারিরা দৌড়ে পালিয়ে যায়। এবং যাবার সময় বাদী পক্ষ কে প্রাননাশের হুমকি দিয়ে যায়।

বর্তমানে এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বাদী পক্ষ প্রান নাশের হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে আছে।




error: Content is protected !!