কুষ্টিয়ার দৌলতপুর কলেজে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষসহ শিক্ষক, কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সন্ধায় দৌলতপুর ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারীর ব্যানারে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভা কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ছাদিকুজ্জামান সুমন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার কারনে রাজনৈতিক প্রতিহিংসায় কুষ্টিয়া ১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোঃ রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নির্দেশে তাকে সহ অত্র কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মচারীর উপর হামলা চালানো হয় এবং তার ব্যাক্তিগত গাড়ী এবং অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ভিন্নখাতে নিতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে হামলাকারীরা। ঘটনার সত্যত্যা যাচাই করে হামলাকারীদের গ্রেফতার ও কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন কলেজের অধ্যক্ষ। সংবাদ সম্মেলনে হামলার শিকার কয়েকজন শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুন বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানের নেতৃত্বে প্রায় ৫০টি মোটর সাইকেল যোগে বহিরাগতরা এসে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এবং অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। হামলার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।




error: Content is protected !!